আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শিল্পপতি গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানির বিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি। শিল্পপতিকন্যা দিভা জাইমিন শাহের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। খবর এনডিটিভি
ছেলের বিয়ের খবরটি গত ২১ জানুয়ারি গৌতম আদানি নিজেই নিশ্চিত করেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘বিয়ের অনুষ্ঠান খুব সাধারণভাবেই হবে। কারণ আমরা সাধারণ মানুষের মতো।’
এই বিয়ে নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। কেউ কেউ আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। আবার সামাজিক মাধ্যমগুলোতে গুঞ্জন চলছে বিশ্ব তারকা এবং শিল্পপতিরা বিয়েতে যোগ দেবেন।
জিৎ আদানির বিয়েতে কিছু সংবাদ মাধ্যম দাবি করছে, টেইলর সুইফটসহ অনেক সেলিব্রিটি এতে যোগ দেবেন। তালিকায় রয়েছে ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জুকারবার্গ, ড্যানিয়েল ক্রেগ, জাস্টিন বিবার, ক্যানিয়ে ওয়েস্ট, কার্দাশিয়ান বোন, রাফায়েল নাদাল, দিলজিৎ দোসাঞ্জ, সুন্দর পিচাই, সত্য নাদেলা, বিলি ইলিশ, কোল্ডপ্লে এবং এমনকি রাজা চার্লস এবং পোপ। যদিও এগুলোর কোনও সত্যতা পাওয়া যায়নি।
অনেকের মতে জিতের বিয়ে “তারকাদের মহোৎসব” হবে কিনা জানতে চাইলে, গৌতম আদানি বলেন, “অবশ্যই নয়।”
৫ ফেব্রুয়ারি থেকে প্রাক-বিবাহের উত্সব শুরু হবে বলে জানা গেছে। মূল বিয়ের অনুষ্ঠান হবে ৭ ফেব্রুয়ারি আহমেদাবাদে। এদিকে জিৎ-দিভা বাগদান সেরেছেন ২০২৩ সালের মার্চে।
এনডিটিভির প্রতিবেদন বলছে, বিয়েতে ৩০০ জনের বেশি অতিথি থাকবেন না, তবে সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
জিৎ আদানি ভারতের ছয়টি বিমানবন্দর পরিচালনাকারী আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি বিমানবন্দরের পরিচালক। তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস থেকে স্নাতক অর্জন করেন। তার এক্স অ্যাকাউন্টের পোস্ট অনুসারে, জিৎ আদানি পাইলট হওয়ারও প্রশিক্ষণ নিচ্ছেন।
অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, তিনি ২০১৯ সালে আদানি গ্রুপে যোগ দেন। কৌশলগত অর্থ, পুঁজিবাজার, ঝুঁকি ও পরিচালনা নীতি দেখে গ্রুপ সিএফওর অফিসে তার কর্মজীবন শুরু করেন।
জিৎ আদানির বাগদত্তা দিভা জাইমিন শাহ হীরা ব্যবসায়ী জাইমিন শাহের মেয়ে, তিনিও ব্যবসা জগতের পরিচিত এক নাম। তবে প্রচারে থাকতে পছন্দ করেন না জাইমিন শাহ।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel