আবু সাঈদ আল মাহমুদ স্বপন: ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। খোলা প্রান্তরে ঈদের নামাজ আদায়, ধর্মীয় আচার পালনের পাশাপাশি ঈদ ছিল এক পরম সুখানুভূতির পার্বন। ঈদে সর্বস্তরের মানুষের সাথে কোলাকুলি করা, বড়দের সালাম করা, ছোটদের সালাম পাওয়া। সালামী পাওয়া, সালামী নিয়ে দর কষাকষি করা। সবকিছুই এক পরম সুখানুভূতি। এবারের ঈদ সহ চার ঈদেতো কোলাকুলি টুকুও করতে পারছি না।
আগে সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত অসংখ্য নেতা কর্মী, বন্ধু, স্বজনের সাথে দেখা হতো, আড্ডা হতো। নিজের বাড়ি মনে হতো মেলা। এখন বাড়ি মনে হয় শ্মশান।
ঈদের পরদিন সকাল থেকে শুরু করতাম প্রিয়ভুমির বিভিন্ন বাজারে গিয়ে প্রত্যেক দোকানে ঘুরে ঘুরে মালিক, কর্মচারী, ক্রেতা সবার সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতাম। সঙ্গে অনেক নেতাকর্মী উপস্থিত থেকে তারাও মানুষের সাথে হাত মেলাতেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করতেন। সব মিলিয়ে এক উৎসবের আমেজ চলত কয়েক দিন যাবৎ।
সর্বনাশা কোভিড সবকিছুর সঙ্গে আমাদের ঈদ আনন্দটুকুও কেড়ে নিল। গত তিন ঈদে বুক ভরা ব্যাথা নিয়ে গৃহবন্দি ছিলাম। আমি আইন প্রণেতা, আমি আইন বা বিধি ভাঙতে পারি না। অন্যের স্বাস্থ্য ঝুঁকির কারন হতে পারি না।
তবুও এবার ঈদের পর দিন নির্বাচনী এলাকার তিন উপজেলা সদরে রাস্তায় নেমে হেঁটে হেঁটে দুই পার্শ্বে সম্মানিত জনগণকে দূর থেকে সালাম জানিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করলাম এবং ফাঁকে ফাঁকে জেলা হাসপাতালসহ কিছু উন্নয়ন কাজ ও সমস্যা পরিদর্শন করলাম।
বুক মেলাতে পারিনি, হাত মেলাতে পারিনি – জনপ্রতিনিধি হিসেবে এটি অনেক কষ্টের, অনেক বেদনার। সব মিলিয়ে কোনভাবে পার করলাম আনন্দ-বেদনার ঈদ।
(লেখক জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।