
সাজ্জাদ বাসার, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে ভারতে আয়োজিত ‘South Asian University Festival (SAUFEST) এ অংশগ্রহণের জন্য ভারত যাচ্ছে দুই শিক্ষার্থী। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভারতের উদ্দেশ্যে রউনা হন তারা।
আন্তর্জাতিক এই ফেস্টে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা রয়েছে। তবে বিতর্ক ও গানে অংশ নিতে UGC (university grant commission) এর অর্থায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটং সোসাইটি’র আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম ও প্রতিবর্তনের সাংগঠনিক সম্পাদক নান্টু বিশ্বাস ভারত যাচ্ছেন।
Advertisement
উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রয়ারি থেকে ২৮ ফেব্রয়ারী পর্যন্ত South Asian University Festival (SAUFEST) অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


