বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত ১৫ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)। এবার অংশ নিয়ে এই প্রতিযোগিতায় বাজিমাতই করে ফেলেছে বাংলাদেশ। ৪ টি স্বর্ণ, ২ টি রৌপ্য, ৫ টি ব্রোঞ্জ আর সাথে ৪ টি টেকনিক্যাল পদক জিতে নিয়েছে বাংলাদেশ দল।
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির কারনে এবারের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় অনলাইন মাধ্যমে। দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহর থেকে এবারের আসর পরিচালনা করে আইআরও কর্তৃপক্ষ।
১৬ সদস্যের বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দলে সবার ছোট চতুর্থ শ্রেণির জাইমা যাহিন ওয়ারাও জিতেছে স্বর্ণপদক। এবারের আসরের নির্ধারিত বিষয়বস্তু ছিলো সোশ্যাল রোবট বা সামাজিক রোবট।
জুনিয়র শাখায় রোবট ইন মুভি ক্যাটাগরিতে রোবো স্পার্কার্স দলের চতুর্থ শ্রেণির জাইমার সাথে স্বর্ণপদক জিতেছে অষ্টম শ্রেণির মিসবাহ উদ্দিন ইনান। জুনিয়র ক্যাটাগরিরই চ্যালেঞ্জ শাখায় রোবো টাইগার্স দল থেকে স্বর্ণ জিতেছে নবম শ্রেণির দুই শিক্ষার্থী কাজী মোস্তাহিদ আর নাশীতাত যাইনাহ রহমান।
আরেকটি স্বর্ণ এসছে জুনিয়র শাখার ক্রিয়েটিভ ক্যাটাগরির রোবাস্টাস দলের পঞ্চম শ্রেণির যারিয়া মুসাররাত পারিজাতের হাত ধরে। চ্যালেঞ্জ শাখায় এসেছে আরও তিনটি স্বর্ণ। রোবো স্কোয়াড দলের হয়ে রাফিহাত সালেহ, তাফসীর তাহরীম এবং মাহির তাজওয়ার চৌধুরী জিতেছেন স্বর্ণ।
বাংলাদেশের জেতা ২ টি রৌপ্য পদকের একটি এসেছে ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে মীর উসাইমা হক ও প্রপা হালদারের হাত ধরে। ক্রিয়েটিভ ক্যাটাগরিতে আউশ দলের চতুর্থ শ্রেণির মাহরুজ মোহাম্মদ আয়ান জিতেছে আরেকটি রৌপ্য।
রাফিহাত সালেহ এবং তাফসির তাহরীম স্বর্ণের পাশাপাশি রোবট ইন মুভি প্রতিযোগিতায় জিতেছেন ব্রোঞ্জ পদক। এই দুজনের মতোই মাহির তাজওয়ার চৌধুরীও স্বর্ণের পাশাপাশি জিতছে একটি ব্রোঞ্জ পদক। টাইগার-৭১ দলের রাগিব ইয়াসার রহমান ও আরেফিন আনোয়ার পেয়েছেন ব্রোঞ্জ। রোবো স্পার্কার্সের জাইমা এবং মিসবাহ ক্রিয়েটিভ ক্যাটাগরি থেকে জিতে নিয়েছে ব্রোঞ্জ পদক। রোবো টাইগার্স দলের লাবিব আর নাশীতাতের হাত ধরে এসেছে আরও একটি ব্রোঞ্জ পদক।
এছাড়াও এবারের অলিম্পিয়াডে চারটি টেকনিক্যাল পদকের ভেতর যারিয়া মুসাররাত পারিজাত একটা, মীর উমাইয়া হক ও প্রপা হালদারের দল একটা এবং যাহরা মাহযারীন পূর্বালী, জাইবা মাহজাবীন, সাদিয়া আঞ্জুম পুষ্প তিনজনের দল জিতেছে দুটি করে। অনলাইনে হওয়া এবারের আসরে বাংলাদেশের প্রতিযোগীরা ঢাকার বিসিএস ইনোভেশন সেন্টার থেকে ভার্চুয়্যালি অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।