আন্দোলনে নিহতদের স্মরণে ৮ স্থানে স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ

জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দেশের আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে, আন্দোলনে নিহত ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের আদেশ চেয়ে রিটটি করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তিনি জানান, শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। একইসাথে শহীদদের তালিকা প্রস্তুতেরও নির্দেশ দিয়েছেন। তাছাড়া, আহতদের দেশে এবং বিদেশে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে চারমাস অন্তর অন্তর আদালতকে অবহিত করার নির্দেশও দেন।

স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের স্থানগুলো হলো, রাজধানীর যাত্রাবাড়ী-শনির আখড়া, উত্তরা, মিরপুর-১০ গোল চত্বর, ইসিবি চত্বর, বাড্ডা-রামপুরা, চানখারপুল, মোহাম্মদপুর এবং রংপুরে আবু সাঈদের নিহত হওয়ার স্থান।

কোথায় আছেন শেখ হাসিনা, জানাল ভারত