আফগানিস্তানের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

খেলা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশ শুরুতে বোলিং করবে।
খেলা
প্রস্তুতি ম্যাচ হলেও অস্ট্রেলিয়ার মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই অভিজ্ঞতা আফগানিস্তানেরও। এর আগে কখনোই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলেনি এই দুটি দল।

প্রস্তুতি ম্যাচ হওয়ায় স্কোয়াডে থাকা সব ক্রিকেটারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাবে ম্যানেজমেন্ট। দু’দলই চাইবে নিজেদের সেরা কম্বিনেশন ও একাদশ এই ম্যাচ থেকেই খুঁজে নিতে। পাশাপাশি জয় নিয়ে আত্মবিশ্বাসী হয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়লো স্কটল্যান্ড