স্পোর্টস ডেস্ক : সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আত্মজীবনীতে আপত্তিকর মন্তব্য করা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির কঠোর সমালোচনা করেছেন তার এক সময়ের সতীর্থ ইমরান ফারহাত।
সম্প্রতি প্রকাশিত হয় সাবেক তারকা অলরাউন্ডার আফ্রিদির আত্মজীবনী ‘গেইম চেঞ্জার’। বইয়ে জাভেদ মিয়াঁদাদ, ওয়াকার ইউনিস, ভারতের গৌতম গম্ভীরসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের সমালোচনা করেছেন আফ্রিদি। বইটিতে মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাটদের স্পট ফিক্সিং নিয়ে কথা বলছেন। উল্লেখ করেছেন নিজের সত্যিকারের জন্ম তারিখও।
একের পর এক টুইট করে আফ্রিদির বিরুদ্ধে তোপ দেগেছেন পাকিস্তানের হয়ে ৪০টি টেস্ট ও ৫৮ ওয়ানডে ম্যাচ খেলা সাবেক এই ব্যাটসম্যান।
“আফ্রিদির বইটা পড়ে আমি লজ্জিত। একটা লোক, যে কুড়ি বছর ধরে নিজের বয়স নিয়ে মিথ্যে বলে এসেছে, এখন আমাদের কয়েকজন কিংবদন্তির বিরুদ্ধে মন্তব্য করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে।”
“আফ্রিদি নিয়ে আমার অনেক গল্প বলার আছে। ওর সঙ্গে আমি খেলেছি। তার সাধুসুলভ ভাবমূর্তির পুরোটাই মুখোশ। আমি নিশ্চিত, ও খুব ভালো রাজনীতিবিদ হতে পারবে।”
“আফ্রিদি পাকিস্তান ক্রিকেটকে শেষ করেছে। সবকিছুর পিছনে ও আছে। ও বইয়ে যা লিখেছে, তা মোটেই সত্যি নয়। ও আসলে নিজেকে বাঁচাতে চাইছে। আবার বলছি, ও-ই আছে সব কিছুর পিছনে। বহু ক্রিকেটারের জীবন ও শেষ করে দিয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।