জুমবাংলা ডেস্ক : বুয়েটছাত্র আবরারের মাকে সান্ত্বনা দিতে শুক্রবার কুষ্টিয়ায় যান তার কয়েকজন সহপাঠী। তারা সেখানে আবরারের মায়ের সঙ্গে দুপুরের খাবার খান এবং মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।
জানা গেছে, আবরার নিহত হওয়ার পর থেকে তার মা রোকেয়া খাতুনের আহাজারি এখনও থামেনি। ঠিকমতো খাওয়া-দাওয়া করেন না, সবকিছুই যেন তার এলোমেলো।
বুয়েট শিক্ষার্থীদের বুয়েটিয়ান ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সেখানে পোস্ট করা কয়েকটি ছবির সঙ্গে লেখা হয়- ‘অনেক দিন হচ্ছে, সন্তান হারানোর শোকে আমাদের মা ঠিকমতো খেতে পারছেন না। আজ কুষ্টিয়ায় আমাদের প্রিয় বন্ধু-ভাই আবরারের গ্রামের বাড়িতে আমাদের প্রিয় দুঃখিনী মাকে নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খেলাম।’
আবরারের বন্ধুদের একজন বলেন, ‘জানি, আমরা কেউই আবরারকে ফিরিয়ে দিতে পারব না, পারব না প্রিয় মায়ের সন্তান হারানোর দুঃখ ভুলিয়ে দিতে। কিন্তু আমরা সবাই সব সময় আবরার হয়ে থাকতে চাই আমাদের মায়ের সঙ্গে।’
গত ৬ অক্টোবর রাতে শেরে-ই- বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) ছাত্র আবরার ফাহাদকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।