জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ছাত্র আবরার ফাহাদের স্মরণে নির্মাণ করা স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আবরারের স্মৃতিস্তম্ভ ভাঙ্গাকে পৈশাচিক উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের আগের চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। যাদেরকে খুশি করার জন্য আবরারকে হত্যা করা হয়েছে। সে আধিপত্যবাদেরা এখনো সক্রিয়। তাদেরকে খুশি করার জন্যই আবরারের স্মৃতি স্তম্বটি ভাঙ্গা হয়েছে।
‘শিক্ষাঙ্গনে ঢুকে সেখানে মেধাশূন্য করার জন্য যারা সক্রিয় রয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।’
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ছাত্র আবরার ফাহাদের স্মরণে পলাশী মোড়ে সড়ক দ্বীপে যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল, তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’র ব্যানারে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতভর কাজ করে এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল। নির্মাণ শেষে বুধবার বিকালে সেখানে শপথ পড়েন সংসদের কর্মীরা। এরপর সন্ধ্যায় একদল পুলিশের উপস্থিতিতে একটি বুলডোজার এসে তা গুঁড়িয়ে দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।