জুমবাংলা ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নয়ন বাদ দিয়ে বঙ্গবন্ধুর হ ত্যা কাণ্ডকে সঠিক প্রমাণ করার জন্য বেশি ব্যস্ত ছিলেন। তারা ব্যস্ত ছিলেন বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের যে দেশ পরিচালনা করেছেন, সেটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় এই নিয়ে। তারা ব্যস্ত ছিলেন বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে কিভাবে কালিমা লেপন করা যায়।
গতকাল শনিবার দিনাজপুরের বিরলের ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের জগতপুরে দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর অধীন উত্তর গোবিন্দপুর, বিরল-২ এর ৩৩/১১ কেভি ২০/২৮ এমভিএ ইনডোর উপকেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতি হিসেবে পৃথিবীর অনেক দেশ এখনো স্বাধীনতা পায়নি। বঙ্গবন্ধু আমাদের সেই স্বাধীন সত্ত্বা এনে দিয়েছিলেন, আমাদের পরিচয় এনে দিয়ে ছিলেন। সেই যুদ্ধবিদ্ধস্ত জাতিকে মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি একটি শাসনতন্ত্র এনে দিয়েছিলেন। আমাদের সংবিধান দিয়েছিলেন। এত স্বল্প সময়ে সংবিধান কেউ দিতে পারে নাই।
তিনি বলেন, আমরা মিথ্যার রাজনীতি করি না। আমরা তারই ধারাবাহিকতায় সঠিক পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশে সাংবিধানিক সরকার ব্যবস্থা চালু হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ক্ষুধা ও দারিদ্রতাকে জয় করেছি। আওয়ামী লীগের নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছি। আওয়ামী লীগের নেতৃত্বে আমরা শতভাগ বিদ্যুৎ পেয়েছি। আওয়ামী লীগের নেতৃত্বে মানুষ খেয়ে পরে বেঁচে আছে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষের মৌলিক সমস্যার সমাধান হয়েছে। কাজেই এই দেশের যা কিছু অর্জন তার সব কিছু আওয়ামী লীগের নেতৃত্বে।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
পরে প্রতিমন্ত্রী বিরল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।