বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। এ ছাড়া পরবর্তী নির্বাচনগুলোও করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’
গতকাল শনিবার বিকেলে ফেনীতে দলটির রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে গতকাল সকালে কুমিল্লা সদর দক্ষিণে এক পথসভায় জামায়াতের আমির বলেন, ‘যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছেন, সে রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেব না। এ ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।’
ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওই রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ডা. আবদুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম ও মোহাম্মদ শাহজাহান।
জেলা আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় ওই সম্মেলনে আরো বক্তব্য দেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত ফেনী-১ আসনের সম্ভাব্য প্রার্থী এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী, ফেনী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।
ফেনীতে রুকন সম্মেলনে যাওয়ার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালে এক পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির।
সেখানে নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন আমরা চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ করা যাচ্ছে।
যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন, তাঁদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব।’
জামায়াতের আমির বলেন, ‘যত দিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে তত দিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরনো হোক আর নতুন হোক।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ইদানীং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি।
আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলব, নিজেদের সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে।’
এ সময় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মোহাম্মদ মাসুম, কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান অ্যাডভোকেট, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী সেক্রেটারি মাহবুবর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।