ধর্ম ডেস্ক : ঈদ-উল-ফিতর অর্থ হচ্ছে ‘ রমজান শেষে উৎসব’। মুসলিমদের জন্য এটি অন্যতম বৃহৎ উৎসব। মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিশ্বাস করেন, পবিত্র রমজান মাসে রোজা পালনের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করেন।
সম্প্রতি দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ নিয়মিত তার অফিসিয়াল ফেসবুক পেজে ঈদের প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি লিখেছেন- ঈদে মোবাইলে বুঁদ হয়ে না থেকে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনের বাড়িতে যান, একসাথে ফিরনি-পায়েস খান, তাদের খোঁজ-খবর নিন। তাদের সুখ-দুঃখের সাথে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগী করুন। এটাই আমাদের প্রকৃত ঈদের বৈশিষ্ট্য।
বিশেষত যারা শহর থেকে গ্রামে গেছেন তারা এই কাজটি সচেতনভাবে করুন। সঙ্গে নিজের সন্তানকে রাখুন। পাড়া-প্রতিবেশীর সন্তানের সাথে নিজের সন্তানের মেলামেশার সুযোগ করে দিন। ইট-পাথরের কৃত্রিম জীবনের বাইরে তারা এক নির্মল প্রাকৃতিক জীবনের সন্ধান পাবে। তবে এর জন্য চাই মোবাইল আসক্তি থেকে মুক্ত থাকা।
এতে করে আমাদের আত্মীয়তার বন্ধন যেমন মজবুত হবে, তেমনই আমাদের ঈদের আনন্দও সার্থক হয়ে উঠবে ইনশাআল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।