এর বেশ কয়েকটি ব্যাখ্যা আছে। অনেকের ধারণা, বাস্তবতা আসলে সিমুলেশন বা নকল হতে পারে, অনেকটা ম্যাট্রিক্স সিনেমার মতো। কিন্তু আমার তা মনে হয় না। প্রথমত নিউটনের সূত্র ব্যবহার করে এবং যদি ধরে নেওয়া হয় যে আবহমণ্ডল পরমাণুর বদলে অতিক্ষুদ্র মার্বেল দিয়ে গঠিত, তাহলেও বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটারও এই আবহমণ্ডল সিমুলেট করতে পারবে না। সেটি অনেক জটিল।
সবচেয়ে ছোট যে বস্তুটি আবহাওয়া সিমুলেট করতে পারে, সেটি আমাদের স্বয়ং দৃশ্যমান আবহাওয়া। কাজেই আবহাওয়াকে সিমুলেট করা যায় না, কারণ এতে অগণিত কণা থাকে।
দুর্ঘটনাক্রমে কোয়ান্টাম বলবিদ্যা একে আরও কঠিন করে তুলেছে। পরমাণুর স্পিন স্বতঃস্ফূর্তভাবে আপ, ডাউন ও পার্শ্ব থাকতে পারে। তাই কোয়ান্টাম বলবিদ্যা ও কণাদের গতি সিমুলেট করার চেষ্টা দুঃস্বপ্নে পরিণত হতে বাধ্য।
সে কারণে আমার বিশ্বাস হয় না যে, আমরা কোনো সিমুলেশনের মধ্য বসবাস করি। কোথাও কোনো সুপার সিডি-রমে প্লে বাটন চাপার পর আমরা এই সব কথাবার্তা চালাচ্ছি, সেটাও বিশ্বাস হয় না। কোয়ান্টাম বলবিদ্যা খুবই জটিল, এতে অনেক সম্ভাবনা থাকে। তাই বাস্তবতাকে এমনভাবে কোনো সিডি-রমে কমিয়ে কেউ একজন প্লে বাটন টিপে দেওয়াও সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।