লাইফস্টাইল ডেস্ক : সন্তান বড় হওয়ার পরেই বাবা-মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়। তারা এতটাই দূরে চলে যায় যে, ইচ্ছে করলেও তাঁদের সহজে ছোঁয়া যায় না। কিছু বলতে গেলেই বাড়িতে অশান্তি বাধে! আমার পরিবারেও এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মেয়ের বয়স ১৭। এখনও প্রাপ্তবয়স্ক হয়নি।
কিন্তু ওর ডেটিং লাইফ দেখলে আমি অবাক হয়ে যাই। ওকে আমি সঠিক পথে আনতে চাই। কিন্তু কীভাবে বলব, তা বুঝতে পারছি না। অভিভাবক হিসেবে আমার কী করণীয়? ভারতের এই সময় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে-
মেয়েকে আগলে রাখতে চাই
আমার মেয়ের সঙ্গে কথা বলে কোনও লাভই হবে বলে মনে হয় না। ওকে সাবধান করলে খারাপ ব্যবহার করে ও। আসলে এই বয়সটাই যে এমন, সেই কথা আমি বুঝি। কিন্তু আমি চাই না ওর কোনও ক্ষতি হোক।
আমি সব সময় ওকে আগলে রাখতে চাই। ভালোবাসায় ভরিয়ে দিতে চাই। ও বড় হয়েছে জানি, তবুও আমার মন মানতে চায় না। কী করব বলুন!
দিনে দিনে বয়ফ্রেন্ড বদলায় মেয়ে
সে এখন স্কুলে পড়ে। আগেই বলেছি ওর মাত্র ১৭ বছর বয়স। ইতিমধ্য়েই তার একাধিক বয়ফ্রেন্ড হয়েছে। আসলে ও জামাকাপড় বদলানোর মতো প্রেমিক বদলে ফেলে। আজ এই ছেলেটির সঙ্গে ডেট করে তো পরের মাসে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। মনে কষ্টও পায় কিন্তু এটাকে স্বাভাবিক বলেই মনে করে।
ওর মনে হয় না, ও কোনও ভুল করছে! ওকে কী ভাবে বোঝাব আমি? কী ভাবে বললে ওর মনে আঘাত লাগবে না, আবার আমার কথাগুলোও ওর কানেও পৌঁছাবে! আমাকে অনুগ্রহ করে পথ দেখান…
বিশেষজ্ঞের পরামর্শ
পরামর্শ দিচ্ছেন ভারতের ডাঃ রচনা খান্না সিং – সম্পর্ক এবং ভালোবাসার সামাজিক সংজ্ঞা যে ধীরে ধীরে বদলে যাচ্ছে, তা আমাদের বুঝতে হবে এবং তাকে গ্রহণও করতে হবে।
বিশেষ করে কো ভি ডের পরে কিন্তু আরও বেশি এসব পরিবর্তন প্রকট হয়ে উঠছে। এখন ডেটিং বলতে ঠিক কী বোঝায়, তা আমাদেরও জানতে হবে বৈকি! ১০ থেকে ১৫ বছর আগে প্রেমের সম্পর্ক যেমন ছিল, এখন কি আর একইরকম থাকার কথা?
এই প্রজন্মকে বুঝতে হবে
আমাদের প্রজন্মের সঙ্গে এই প্রজন্মের তুলনা করলে চলবে না। এই বদল দেখলে সামান্য ধাক্কা লাগতে পারে, কিন্তু একে মেনে নেওয়াই শ্রেয়। বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা অনেক বেশি মুক্তমনা।
তাঁদের মধ্য়ে অনেকেই সরাসরি যৌনতা নিয়ে আলোচনা করে। কেউ আবার বিবাহের আগেই যৌন সম্পর্কে লিপ্ত হয়। কেউ হয়তো খুবই চাপা, সামান্য ‘ওল্ড স্কুল’! এখন মানুষের সামনে অনেকগুলো দুনিয়ার দরজাই খুলে গিয়েছে। তাই প্রত্যেকের ‘দর্শনেও’ বদল এসেছে এবং সেটাই খুব স্বাভাবিক।
মেয়েকে বুঝিয়ে বলুন
আপনাকে বুঝতে হবে যে, সম্পর্ক নিয়ে মানুষের মনোভাবে যথেষ্ট বদল দেখা দিয়েছে। এখন প্রেমের সম্পর্ক মানে শুধুই বিবাহ নয়। এখন সম্পর্ক বলতে অনেকেই বোঝেন বন্ধুত্ব, ভালোবাসা এবং শারীরিক ঘনিষ্ঠতা। তাই আপনার মেয়ের সম্পর্কগুলি আপনাকে চমকে দিতেই পারে। কিন্তু তা মেনে নিতেও শিখতে হবে যে! বর্তমান প্রজন্মের কাছে ‘পলিঅ্যামোরি’, ‘সমপ্রেম’ এসব খুবই প্রচলিত শব্দ। কিন্তু আপনি ১৫ বছর আগে কি এই ধরনের শব্দের প্রয়োগ খুব বেশি শুনতে পেতেন? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের চারপাশটা গত কয়েক বছরে অনেকটাই বদলে গেছে। এই বদলের সঙ্গে গা ভাসানোর সময় এসেছে। তাই এগিয়ে যান।
এই পরিস্থিতিতে একমাত্র উপায় হল আপনার মেয়ের সঙ্গে সরাসরি কথা বলা। তাঁকে বিবাহ এবং সম্পর্কের গুরুত্ব বুঝিয়ে বলতে পারেন আপনি। কিন্তু খেয়াল রাখতে হবে, কোনওভাবেই যেন তাঁর চিন্তাভাবনাকে অসম্মান না করা হয়। সরাসরি কমিউনিকেশন অনেক সমস্য়াই সমাধান করতে পারে। তাই চেষ্টা চালাতে ক্ষতি কী!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।