চলমান আইপিএলে বল হাতে দারুণ শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ৩ ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন ৭ উইকেট। এরপর ভিসার কাজ থাকায় দেশে ফিরে আসতে হয় টাইগার এই পেসারকে। ফলে দলের হয়ে চতুর্থ ম্যাচ মিস করেন মুস্তাফিজ। এরপর কাজ শেষ করে গেল রোববার রাতেই চেন্নাই শিবিরে যোগদান করেন তিনি।
এক ম্যাচের বিরতি দিয়ে গতকাল কলকাতার বিপক্ষে মাঠে নামেন মুস্তাফিজ৷ মাঠে নেমেই দেখিয়েছেন চমক৷ বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে সংগ্রহ করেছেন ২ উইকেট৷ নিজের ৮ম আর ৯ম উইকেট নেওয়ার পর আবারও পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আবারও দখল করেছেন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীর এই ক্যাপ।
আর মাঠে ফিরেই জয় দিয়ে শুরু করতে পেরে খুশি মুস্তাফিজও। নিজের পারফরম্যান্স নিয়ে ফেসবুক পোস্টে মুস্তাফিজ বলেন, ‘আবারও ফিরতে পেরে ভালো লাগছে। জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ। এটা ছিল দলগত নৈপুণ্য এবং আমি আমার পারফরম্যান্সে খুশি। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। দৃষ্টি এখন সামনের দিকে।’
মুস্তাফিজ গতকাল নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন ইনিংসের ১৮ ও ২০তম ওভারে। মুস্তাফিজের জন্য চ্যালেঞ্জ ছিলেন তারই বিপিএল সতীর্থ আন্দ্রে রাসেল। সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন দ্য ফিজ। ১৮তম ওভারে ক্যাচও উঠেছিল। উইকেটের পেছনে ফিজের করা বলে রাসেলের কাজটা নেওয়া হয়নি ধোনির।
তবে ইনিংসের শেষ ওভারে তা পুষিয়েও দিয়েছেন তিনি। তাতে এসেই পেয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের উইকেট। উড়িয়ে মারতে গিয়ে আইয়ার ক্যাচ দিয়েছেন জাদেজার হাতেই। দুই বল পরেই পেয়েছেন মিচেল স্টার্কের উইকেট। এর মাধ্যমে আইপিএলে এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারীর জায়গা আবারও দখলে নিলেন দ্য ফিজ।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.