আমি কুৎসিত কাউকে বিয়ে করিনি: ব্রাজিলিয়ান তারকার স্ত্রী

ব্রাজিলিয়ান তারকার স্ত্রী

স্পোর্টস ডেস্ক : ফিফা ২৩ গেমে সম্প্রতি ব্রাজিলিয়ান তারকা লুকাস ভেরিসিমোকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছে, তা মেনে নিতে পারছেন না তার স্ত্রী। তার স্বামীকে কুৎসিত ব্যক্তির মতো লাগছে বলে মন্তব্য করেন স্ত্রী আমান্ডা ভেরিসিমো।
ব্রাজিলিয়ান তারকার স্ত্রী
ইএ স্পোর্টসের বিখ্যাত ফুটবল ভিডিও গেমে লুকাসকে দেখে রীতিমতো বিস্মিত আমান্ডা। সমর্থকরাও এনিয়ে সমালোচনা করেছেন।

২৭ বছর বয়সী আমান্ডা টুইটারে এ নিয়ে লিখেন, কী কুৎসিত ব্যাপার? আমি নিশ্চিত এমন কুৎসিত মানুষকে বিয়ে করিনি।

তার এই টুইটের রিপ্লেতে ড্যানিয়েল বাতিস্তা নামের এক ভক্ত লিখেন, ফিফা ২৩-এ লুকাস ভেরিসিমোকে দেখে আমি হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। তাকে কোনোভাবেই লুকাস মনে হচ্ছে না। আরও একজন লিখেন, এটা কোনোভাবেই লুকাস হতে পারে না।

টি-টোয়েন্টিতে নতুন যত নিয়ম