আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কী ঘটছে এবং কে প্রেসিডেন্ট হচ্ছেন তা তেহরানের কাছে গুরুত্বপূর্ণ নয়। বুধবার (০৪ নভেম্বর) তেহরানে মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। খবর: ইরনা
রুহানি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্য আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নিষেধাজ্ঞার পরিবর্তে সম্মান, হুমকির পরিবর্তে শ্রদ্ধা এবং আইন লঙ্ঘনের পরিবর্তে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ অনুসরণ করতে হবে।’
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘উত্তর এবং উত্তর-পশ্চিম সীমান্তে তাকফিরি সন্ত্রাসীদের উপস্থিতি মেনে নেয়া হবে না। এ বিষয়টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তিনি কূটনৈতিক ও বেসামরিক পন্থায় কারাবাখ সংকটের সমাধান করতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান।’
ড. রুহানি বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, উপাসনালয়, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
এর আগে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, ‘নির্বাচনের পর হোয়াইট হাউজ কি আচরণ করে সেটিই মূলত দেখার বিষয়। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের মধ্যে ইরান কাউকেই প্রাধান্য দিচ্ছে না।
এছাড়া ইরান তার পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে আরেকবার আলোচনা করবে না বলেও জানিয়েছেন দিয়েছেন ইরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।