স্পোর্টস ডেস্ক: আরও পাঁচ বছর ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ৪১ বছর বয়সী বিধ্বংসী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
তিনি বলেন, ‘এখনই অবসরের কোন পরিকল্পনা নেই। আমি বিশ্বাস করি, আরও ৫ বছর খেলতে পারবো। তাই ৪৫-এর আগে অবসরের কোনও সুযোগ নেই। আরও দু’টো বিশ্বকাপ খেলা বাকি।’
২০২২ সালে ভারতে ও ২০২৩ সালে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে চান গেইল। গত অক্টোবর-নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ৭ ম্যাচে ২৮৮ রান করেছেন গেইল। শেষদিকে সুযোগ পেয়ে ৩টি ঝড়ো হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ব্যাটিং গড় ৪১ দশমিক ১৪ ও স্ট্রাইক রেট ছিলো ১৩৭ দশমিক ১৪।
আইপিএল ছাড়াও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলছেন গেইল। পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলেন তিনি। বর্তমানে দুবাইয়ে ‘আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জ’ নামের একটি টুর্নামেন্টে খেলছেন তিনি।
ইনডোর ক্রিকেটের এই আসরে গেইলের সাথে খেলছেন ভারতের যুবরাজ সিং, ইংল্যান্ডের ইয়োইন মরগান-কেভিন পিটারসেন, আফগানিস্তানের রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটাররা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।