Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: করোনা আতঙ্কে চার সপ্তাহের জন্য মসজিদে নামাজ আদায় সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানেই প্রার্থনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার (১৬ মার্চ) এই ঘোষণা দেয় দেশটি।
এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দুর্যোগ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটির ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। আর এ কারণে কোন মসজিদ, গির্জায় প্রার্থনা করা যাবে না বলেও আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
আরব আমিরাতে এখন পর্যন্ত ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন, বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।