স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে আনা হবে, এমন তথ্য জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও পরে অনেকে বিষয়টি ভুয়া বলে মনে করছেন। কিন্তু বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জোর দিয়েই বললেন, মেসিদের বাংলাদেশে আসা নিয়ে কোনো সংশয় নেই।
দুই মেয়াদে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর এএফসির কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন মাহফুজা আক্তার কিরণ। এ নিয়ে অবশ্য কোনো রাখঢাক করলেন না তিনি। নিশ্চিত করেছেন আর্জেন্টিনার বাংলাদেশে আসা নিয়ে কোনো সংশয় নেই। এ ব্যাপারে প্রয়োজনে হস্তক্ষেপ করবেন তিনিও।
কিরণ বলেন, ‘কাজী সালাহউদ্দিন কোনো সিদ্ধান্ত নিলে সেটা বাস্তবায়ন হয় না, এমন তো আপনারা দেখেননি। আমাদের বিশ্বাস আছে, আর্জেন্টিনা আসবে। এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারাও সময়মতো ব্যাপারটা দেখতে পাবেন।’
সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যমকর্মী, সবার আগ্রহ তুঙ্গে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পূর্বনির্ধারিত চ্যাম্পিয়নশিপ লিগ আর পেশাদার লিগ কমিটির সভা শেষেও ঘুরেফিরে এলো একই প্রসঙ্গ। যদিও এ নিয়ে কৌশলী উত্তর বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের।
মানিক বলেন, ‘আমরা এ বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু এখন এ বিষয়ে কিছু বলা থেকে বিরত আছি। তবে আপনাদের তো একটা কিছু বলতে হবে, শোনেন। আমরা চেষ্টা করে যাচ্ছি। ঠিক সময়ে আপনারা জানতে পারবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।