স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনার পর সোমবার (৪ অক্টোবর) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নামছে লাল-সবুজের জার্সিধারীরা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
এরই মধ্যে জানা গেছে, ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশও। শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে আজকের একাদশে দুটি পরিবর্তন এনেছেন জামাল ভূঁইয়াদের কোচ অস্কার ব্রুজন। ফরোয়ার্ড পজিশনে সুমন রেজার পরিবর্তে মতিন মিয়াকে একাদশে সুযোগ দেওয়া হয়েছে।
এছাড়া আগের ম্যাচে বদলি হিসেবে খেলা সাদ উদ্দিন এবার ম্যাচের শুরু থেকেই খেলবেন। তার অন্তর্ভুক্তিতে একাদশ থেকে বাদ পড়েছেন জুয়েল রানা।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ২০১৯ সালে ভারতের বিপক্ষে সল্ট লেকে একটি গোল করেছিলেন বাংলাদেশের সাদ উদ্দিন। তার গোলেই প্রথম লেগের ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র করতে সমর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সাফ চ্যাম্পিয়নশিপেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোল করার আশা তার। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সময় সংবাদকে তিনি জানিয়েছেন, সবাই মিলে চেষ্টা করবেন ভারতের বিপক্ষে ভালো খেলতে।
আজকের ম্যাচে কোচ অস্কার আগের ম্যাচের মতোই ৪-১-৪-১ ফরমেশনেই ছক কষতে পারেন। একাদশে দুই পরিবর্তনে তাই মনে হচ্ছে।
সেন্ট্রাল ডিফেন্সে থাকতে পারেন তারিক কাজী ও তপু বর্মণ। দুই ফুলব্যাক হিসেবে আছেন ইয়াসিন আরাফাত ও বিশ্বনাথ ঘোষ। ডিফেন্স ও মিডফিল্ডের সেতুবন্ধন হিসেবে থাকবেন জামাল ভূঁইয়া। মিডফিল্ডে থাকছেন ইব্রাহীম, বিপলু, রাকিব ও সাদ। ওপরের দিকে থাকবেন মতিন মিয়া। সাদ উদ্দিন মিডফিল্ডের পাশাপাশি রক্ষণেও খেলার অভিজ্ঞতা রয়েছে।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের এটি প্রথম ম্যাচ হলেও বাংলাদেশ খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ দল। ১ অক্টোবর মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে জামাল ভূঁইয়ারা জয় পায় ১-০ গোলে। বেশ কয়েকটি জোরালো আক্রমণ করলেও গোলশূন্যভাবেই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট অতিবাহিত হতে না হতেই পেনাল্টি পেয়ে যায় অস্কার ব্রুজনের শিষ্যরা। সেখান থেকে দলকে এগিয়ে নেন তপু বর্মণ।
খেলা মালদ্বীপে হলেও দেখে বোঝার উপায় ছিল না যে সেটি বাংলাদেশ নয়, গ্যালারিতে লাল-সবুজের জার্সি গায়ে শত শত ফুটবলপ্রেমী। সে কারণেই হয়তো অস্কার ব্রুজনের শিষ্যরা বাড়তি উদ্দীপনা পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। বারপোস্টেও শটের হিসাবে এগিয়েছিল জামাল বাহিনী। অস্কার ব্রুজনের শিষ্যরা লক্ষ্যে চারটি শট নিলেও শ্রীলঙ্কাকে ডিফেন্ডাররা এ ধরনের কোনো সুযোগই দেননি।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), জামাল ভূঁইয়া (অধিনায়ক), তপু বর্মণ, তারিক কাজী, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ ইব্রাহীম, বিপলু, সাদ উদ্দিন, রাকিব হোসেন এবং মতিন মিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।