জুমবাংলা ডেস্ক : জন্মগতভাবে পেট ও বুকে জোড়া লাগা দুই শিশু আবু বকর ও ওমর ফারুককে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসক দল তাদের শরীরে অস্ত্রোপচার করেন। তাদের শারীরিক অবস্থা এখন সংকটমুক্ত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশের সার্জনরা এ ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা দিতে সক্ষম। এ রকম জটিল রোগের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দরকার নেই। স্বল্প খরচে দেশেই বিশ্বমানের চিকিৎসা দেওয়া সম্ভব।
শিশু দুটির বাবা-মা তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাদের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবু বকর ও ওমর ফারুকের বাবা-মা হলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা ভ্যানচালক শহর আলী খানের মেয়ে চায়না বেগম ও আল আমিন শেখ। ৪ জুলাই পেট ও বুকে জোড়া লাগা অবস্থায় তাদের জন্ম হয়। জন্মগ্রহণের পর শরীরে জটিলতা দেখা দিলে পরদিন বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
শিশু সার্জারি অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেনের অধীনে ২০১ নম্বর কেবিনে তারা চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা ‘হু’ প্রধানের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।