ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন, যা কল্পনায় হালকা মজা ও আলোচনা সৃষ্টি করেছে।
ছবির ক্যাপশনে জুমা লিখেছেন, “আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়।” এই পোস্ট তিনি শুক্রবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
জুমা ডাকসু নির্বাচনে শিবির প্যানেল থেকে অংশগ্রহণ করেছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট করে তিনি নানা বিষয় নিয়ে আলোচনা তৈরি করেছেন।
গত ২০ সেপ্টেম্বর ভয়েস অব ওয়াশিংটনে দেওয়া সাক্ষাৎকারে জুমা বলেন, “আমি সমান অধিকারে বিশ্বাসী না, আমি নায্য অধিকারে বিশ্বাসী। যেখানেই আমি বেশি পাই, সেখানে আমি বেশি চাই এবং যেখানে আমি কম পাই সেখানে আমার কমটা গ্রহণ করতে হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।