ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ট্রেনের ধাক্কায় এক শাবকসহ ৭টি হাতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একটি হাতি। গত শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে হোজাই জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, ট্রেনটি আসামের সাইরাং জেলা থেকে দিল্লির দিকে যাচ্ছিল। গভীর রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের যমুনামুখ-কামপুর সেকশন ধরে যাওয়ার সময় বুনো হাতির একটি পাল লাইনে চলে আসে। স্থানীয়দের দাবি ওই পালে কমপক্ষে ১১ থেকে ১২টি হাতি ছিল। দুর্ঘটনাস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে।
এদিকে হাতির পালের সঙ্গে ধাক্কা লাগার পরেই রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই বিশেষ ট্রেন পাঠিয়েছে রেল কর্র্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেছে রেলের শীর্ষ কর্মকর্তারা। ভারতে ট্রেনের ধাক্কায়া হাতির মৃত্যুর ঘটনা নতুন নয়। গত ৫ বছরে আসামসহ ভারতের একাধিক রাজ্যে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে কমপক্ষে ৭৯টি হাতির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



