স্বাস্থ্য ডেস্ক : আস্থা সঙ্কটে বছরে ৫ লাখের বেশি বাংলাদেশি রোগী ভারতমুখী হচ্ছে। বিশেষ করে দেশে চিকিৎসকদের দুর্ব্যবহার, ব্যবসায়িক মানসিকতা আর অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষাসহ নানা ভোগান্তিতে অতিষ্ঠ রোগীরা। উল্টোদিকে ভারতের চিকিৎসকদের সেবার প্রতি রয়েছে আত্মবিশ্বাস। অবশ্য চিকিৎসকরাও স্বীকার করলেন রোগীদের কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার কথা।
ভারতের বিভিন্ন প্রদেশের হাসপাতালে ভিড় দেখা গেছে বাংলাদেশি রোগীদের। নিজ দেশে সঠিক চিকিৎসার অভাবে নতুন করে বাঁচার স্বপ্নে প্রতিদিন দলে দলে রোগী যাচ্ছে কলকাতাসহ ভারতের নানা প্রদেশে। আর প্রতিবছরই ভারতে বাড়ছে ১০ থেকে ১৫ শতাংশ বাংলাদেশি রোগীর সংখ্যা। ভারতে বিদেশি রোগীর ৪৫ শতাংশ বাংলাদেশি। ভুল চিকিৎসা, অতিরিক্ত ওষুধসহ নানা হয়রানির কারণে নিরূপায় হয়ে ভারতমুখী বাংলাদেশিরা রোগীরা।
চিকিৎসকরাও স্বীকার করলেন রোগীরা প্রত্যাশিত সেবা না পাওয়ার কথা। তবে দুষলেন দেশের নানা সুযোগ-সুবিধা ও সীমাবদ্ধতাকে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মামুন আল মাহতাব বলেন, এখানে দুটি কারণ বেশি দায়ী অতিরিক্ত ওয়ার্ড চাপ, আর রোগীরা সঠিক তথ্য জানেন না। এসব কারণে যথাযথ চিকিৎসা দিতে পারি না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রো এন্ট্রোলোজিস্ট বিভাগের চিকিৎসক চঞ্চল কুমার ঘোষ বলেন, বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সময় কম দেন, কাউন্সিলিং কম করেন এসব কারণে রোগীরা আস্থা হারাতে হারাতে সর্দি কাশি হলেও তারা ভারতে যায়।
এদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সিস্টেমকে দোষারোপের পাশাপাশি ভারতমুখী হওয়ার নানা তথ্য জানান ভারতীয় চিকিৎসকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।