স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে দীর্ঘ ২২ বছর পার করেছেন পাকিস্তানের অন্যতম তারকা খেলোয়ার শোয়েব মালিক। তিনি যখন ক্রিকেট খেলা শুরু করেন, সেসময় জন্ম নেওয়া শিশুও আজ টগবগে তরুণ। তবে তাকে দেখলে বোঝার উপায় নেই তার বয়স কত! ৪০ বছরে পড়েও চেহারায় তারুণ্যের আভা, ফিটনেস যে আছে সেরা অবস্থায় স্কটল্যান্ডের বিপক্ষে ফিফটি করে বুঝিয়ে দিয়েছেন তা। ম্যাচ শেষে জানালেন তার এই ফিটনেসের রহস্য, আয়নায় নিজেকে দেখা!
রোববার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালিকের ব্যাটে দেখা গেছে বিস্ফোরক ইনিংস। ৬ ছক্কায় মাত্র ১৮ বলে ৫৪ রান করে দলকে পাইয়ে দেন বিশাল পুঁজি। পাকিস্তানের সহজ জয়ে নায়কও তিনি।
৪০ বছরের একজনের এমন পাওয়ার ব্যাটিং জন্ম দিয়েছে কৌতূহলের। এমন দারুণ ফিটনেসের রহস্য কি? ম্যাচ শেষে পাকিস্তানি এই অভিজ্ঞ ব্যাটার মেটালেন তা,’আসলে আয়নায় নিজেকে দেখে ফিট রাখার এক ধরণের আত্মমগ্ন ব্যাপার আছে আমার মধ্যে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রিকেট খেলাটা উপভোগ করছি ভীষণ, এর কারণে দলকে সাহায্য করতে পারছি। আর নিজেকে ফিট রাখতে প্রতিদিন খাটতে হয়, আমি ট্রেনিংয়ে সেটা করি।’
সোমবার শারজায় মালিকের ঝড়ে ১৮৯ রান করে ৭২ রানের বড় ব্যবধানে জেতে পাকিস্তান। পাঁচ ম্যাচের সবগুলো জেতে গ্রুপ সেরা হয়ে নিশ্চিত করে সেমি-ফাইনাল। বৃহস্পতিবার সেমিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।