জুমবাংলা ডেস্ক: ফরিদপুরে আওয়ামী লীগের অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের মামলায় পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ৩নং আমলি আদালতের বিচারক মো. ফারুক হোসাইন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
জামিন না মঞ্জুরকৃত আসামিরা হলেন- আব্দুস সালাম (৬০), মো. রাজু খান (৩৫), শাহ মো. মেহেদি হাছান (২৫), মিলন মোল্যা (৩৮) ও শেখ সুজন (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরকান্দা উপজেলার তালমা মোড়ে অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে আসামিরা। ওই সময় এ হামলায় আহত হয় বেশ ক’জন। এ ঘটনায় গত ২১ জুলাই বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারী বাদী হয়ে নগরকান্দা থানায় ৪২ জনের নাম দিয়ে এ মামলাটি দায়ের করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


