ইঁদুরের জন্য পাতা ফাঁদে প্রাণ গেল নিজের

ইঁদুরের জন্য পাতা ফাঁদে প্রাণ গেল নিজের

জুমবাংলা ডেস্ক : বরিশালের উজিরপুরের বামরাইল কাজিরা গ্রামের আউয়াল হাওলাদারের (৪০) ধানক্ষেতে বেশ কয়েক দিন ধরে ইঁদুর হামলা করে ক্ষেত নষ্ট করছিল। তাই ইঁদুর দমন করতে ধানক্ষেতে তিনি বসিয়েছিলেন বৈদ্যুতিক বিশেষ ফাঁদ। ইঁদুর দমন করতে না পারলেও নিজের পাতা ফাঁদে জীবন দিতে হলো আউয়াল হাওলাদারকে (৪০)। মর্মান্তিক এ ঘটনা ঘটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়।

ইঁদুরের জন্য পাতা ফাঁদে প্রাণ গেল নিজের

নিহত আউয়াল ওই গ্রামের আলী হাওলাদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানান, নিজ ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন আউয়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই জমিতে গেলে অসাবধানতাবসত নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি।

পরে তাকে স্থানীয় ও পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্ত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।