Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই তুরস্কের নাগরিকদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। তুর্কি নারী স্পোর্টস রিপোর্টার সিনেম ওকতেন খেলার নিউজ কভার করতে ৫০-৬০ বার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। খবর রয়টার্সের।
কিন্তু সম্প্রতি তিনি জার্মানি যেতে চাইলে তাকে ভিসা দেওয়া হয়নি। এর পর ফ্রান্সের ভিসা চেয়েও প্রত্যাখ্যাত হন এই তুর্কি নাগরিক।
সিনেম ওকতেন বলেন, এবারই প্রথম তিনি ভিসা পাননি। এর আগে যতবারই ইউরোপের ২৬ দেশে ভ্রমণের জন্য সেঞ্জেন ভিসা চেয়েছেন, ততবারই পেয়েছেন।
তুর্কি প্রেসিডেণ্ট রিসেপ তাইয়েপ এরদোগানের রুশপ্রীতির কারণে এই সমস্য হচ্ছে বলে অনেকের ধারণা।
২০১৫ সালে ৪ শতাংশ তুর্কি নাগরিককে সেঞ্জেন ভিসা দেওয়া হয়নি। ২০১৭ সালে ১২.৫ শতাংশ এবং চলতি বছরে ১৬.৫ শতাংশ তুর্কি নাগরিককে দেওয়া হয়নি ইউরোপের ভিসা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।