ইকুয়েডরে কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেল ৪৩ জনের

ইকুয়েডরে কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেল ৪৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে একটি কারাগারে দুটি গ্যাংয়ের বন্দিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।

ইকুয়েডরে কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে প্রাণ গেল ৪৩ জনের
ছবি সংগৃহীত

এ ঘটনার পর ওই কারাগারের শতাধিক বন্দির খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর আনাদুলোর।

স্থানীয় সময় সোমবার দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে ওই দাঙ্গার ঘটনা ঘটে। রাজধানী কুইতো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত

কারাগারে লস লোবোস ও আর-৭ নামের প্রতিদ্বন্দ্বী দুটি গ্যাংয়ের বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইকুয়েডরের কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৪৩ জন বন্দি নিহত হয়েছেন। তবে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গেছে।

দাঙ্গায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো। তিনি বলেন, তাদের অনেকেই গুরুতর আহত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা নতুন না। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির বিভিন্ন কারাগারের পাঁচটি দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব দাঙ্গায় প্রায় ৩৫০ বন্দি নিহত হয়েছেন। সবশেষ গত মাসে দক্ষিণ ইকুয়েডরের এল তুরি কারাগারে এক দাঙ্গায় অন্তত ২০ বন্দি নিহত হন।

যা করলে ফেসবুক দেবে মাসে ৩ লক্ষ টাকা