জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে ভেসে এসেছে ইঞ্জিন ও নাবিকবিহীন পাথর বোঝাই ‘আল কুবতান’ নামের একটি জাহাজ। বর্তমানে এটি ভোলার চরফ্যাসন ও মনপুরার সিমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগর মোহনার চরে আটকে আছে।
অরক্ষিত থাকায় জেলে ও আশপাশের প্রভাবশালী লোকজন ইতোমধ্যে জাহাজটির মূল্যবান মালামাল লুট করেছেন। প্রায় অর্ধকোটির মালামাল লুট করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
ভেসে আসা জাহাজের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, জাহাজটির সঙ্গে ট্রলার বেঁধে রেখে গুরুত্বপূর্ণ মালামাল লুট করেছে অনেকে। প্রশাসন দ্রুত জাহাজটি উদ্ধার করতে না পারলে জাহাজে রক্ষিত বাকি মালামালও নিয়ে যাবে ওই চক্রটি।
খবর পেয়ে আজ (১৫ জুলাই) কোস্টগার্ডের একটি টিম সেখানে পৌঁছেছে। আজ শুক্রবার পর্যন্ত জাহাজটি কোন জায়গা থেকে এসেছে তার সন্ধান পাওয়া যায়নি।
চর মানিকা জোনের কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এনামুল হক গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুরে ইঞ্জিন ও নাবিকবিহীন জাহাজটির আল কুবতানের তদারকি করতে চরমানিকা কোস্ট গার্ডের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঢালচর ইউনিয়নের চরনিজামের পূর্বপাশে চরে আটকে পরে বিদেশি নৌযান ‘আল কুবতান’। নাবিকবিহীন বিশাল আকৃতির নৌযানটির উপরের অংশ খোলা। নৌযানটি পাথর বোঝাই করা। এছাড়া একটি ভেকু মেশিন, পাথর ভাঙ্গার মেশিন ও অন্যান্য দামি জিনিসপত্র রয়েছে।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ইঞ্জিন ও নাবিকবিহীন জাহাজটির ব্যাপারে প্রদক্ষেপ নিতে বৃহস্পতিবার রাতেই নেভী, কোস্টগার্ড ও নৌপুলিশকে অবহিত করা হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় জাহাজটি হেফাজতে নিতে দেরি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।