
ইতালির মোদেনা শহরের সেইন্ট অ্যান্না কারাগারের বন্দিদের সঙ্গে দর্শণার্থীদের সাক্ষাৎ বাতিল করা হলে সমস্যা শুরু হয়। কারাগারেই মৃত্যু হয় তিনজনের। এছাড়া সেখান থেকে সরিয়ে নেয়ার পর মারা যায় আরও তিনজন।
মিলানের স্যান ভিত্তোরি কারাগারের বন্দিরা একটি কারা ব্লকে আগুন ধরিয়ে দেয়। পরে তারা জানালা দিয়ে ছাদে উঠে ব্যানার দোলাতে শুরু করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দক্ষিণাঞ্চলীয় ফোগিয়া শহরের একটি কারাগারে দাঙ্গার সুযোগ নিয়ে পালিয়ে গেছে অন্তত ২০ বন্দি। ইতালির বার্তা সংস্থা আনসা দাবি করেছে, বেশ কয়েকজনকে আবারও আটক করতে সমর্থ হয়েছে কর্মকর্তারা।
এছাড়া উত্তরাঞ্চলীয় ইতালির বেশ কয়েকটি কারাগার এবং রাজধানী রোমের কারাগারেও দাঙ্গা হয়েছে। কোনও কোনও শহরে কারাগারের বাইরে বিক্ষোভ করেছে বন্দিদের স্বজনরা।
ইতালিতে করোনাভাইরাস আক্রমণের পর দেশটি বর্তমানে অন্ধকার সময় পার করছে। সোমবার পর্যন্ত দেশটিতে এই ভাইরাসের কবলে পড়ে মারা গেছে চার শতাধিক মানুষ। প্রধানমন্ত্রী জোসেপ্পে কোন্তে এক ভাসনে সারাদেশে রেড এলার্ট জারি করেছে।
আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইতালিতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে। চাকরি ,ব্যবস্যা-বাণিজ্য এবং পারিবারিক বিশেষ প্রয়োজন ছাড়া সকলকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



