স্পোর্টস ডেস্ক: ম্বাগতিক মাউন্ট মঙ্গানুই টেস্টে চালকের আসনে আছে বাংলাদেশ। আজ মঙ্গলবার চতুর্থ দিন শেষে টাইগার শিবিরে জয়ের সুবাস। এমন আনন্দের দিনে ভুলভাল রিভিউ নিয়ে ক্রিয়াঙ্গনে হাসির পাত্র হয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এমনিতেই তিনি রিভিউ নিতে খুব একটা পছন্দ করেন না কিংবা ভুলভাল রিভিউ নেন। আজ এমন এক ঘটনায় তিনি রিভিউ নিলেন, যা রীতিমতো হাস্যকর। একই সঙ্গে তিনটি রিভিউ নষ্ট হয়ে গেছে, যা ম্যাচটি জয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।
ঘটনা তাসকিনের করা শেষ সেশনের অষ্টম ওভারের। ফুল লেংথের বলটি টেলর মাঝ ব্যাটে খেললেও বাংলাদেশের খেলোয়াড়েরা লেগ বিফোরের আবেদন করেন। স্বাভাবিকভাবেই এলবিডাব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দেননি। কিন্তু বল টেলরের পায়ের পাতায় লাগতে পারে ভেবে বাংলাদেশের ক্রিকেটাররা অধিনায়ককে চাপ দেন রিভিউ নিতে। স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যাচ্ছিল, ‘ভাই নেন, নেন…।’ সতীর্থদের কাছে হার মেনে রিভিউ নিয়ে বসেন মুমিনুল।
ভিডিও রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বলটি টেলরের ব্যাটের মাঝে লেগে মাটি ছুঁয়েছে। পায়ে লাগার কোনো প্রশ্নই আসে না। এই ঘটনা দেখে ধারাভাষ্যকাররা হাসিতে ফেটে পড়েন। টুইটারে বলা হচ্ছে, মুমিনুল নাকি ইতিহাসের সবচেয়ে বাজে রিভিউটা নিয়েছেন! চলছে হাসাহাসি। এই ঘটনা বাদ দিলেও রস টেলরের সহজ ক্যাচ ছেড়েছেন সাদমান। এই একজন বিশেষজ্ঞ ব্যাটার নিয়েই কাল পঞ্চম দিনের ব্যাটিংয়ে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। টেলরের এটাই শেষ টেস্ট সিরিজ।
This could be the worst review in the history of cricket. #NZvBAN #Cricket pic.twitter.com/DBBzDexiIl
— Eddie Summerfield (@eddiesummers) January 4, 2022
উল্লেখ্য, নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪৫৮ রান। বাংলাদেশের লিড ১৩০। এই ১৩০ রানের আগে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেলে ইনিংস ব্যবধানে হারতো তারা। তবে সেটা আর হচ্ছে না।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই উদ্বোধনী জুটি ভেঙে দিয়ে বাংলাদেশকে আশার ঝলক দেন তাসকিন আহমেদ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৩৪ করে ইবাদতের দুর্দান্ত ডেলিভারিতে ডেভন কনওয়ে ফিরে গেলে টাইগার ভক্তদের আশা আরও বেড়ে যায়। আগের ইনিংসের এ সেঞ্চুরিয়ানকে নিয়ে দুশ্চিন্তা ছিল বাংলাদেশ শিবিরে। ভয়ংকর সেই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরানোর পর উইল ইয়ং-রস টেইলর অপ্রতিরোধ্য জুটি গড়ে বাংলাদেশকে হতাশ করেন। তৃতীয় উইকেটে তাদের ৭৩ রানের অনবদ্য জুটিতে বাংলাদেশের ফিল্ডারদেরও অনেক অবদান রয়েছে!
মেহেদী হাসান মিরাজের বলে দুটি ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। এরপর সহজ একটি রানআউটও হাতছাড়া হয় টাইগারদের।
তবে নিউজিল্যান্ডের দলীয় ১৩৬ রানের সময় ৫৪তম ওভারে এক বলের ব্যবধানে ইয়ং ও নিকোলাসের মতো দুরন্ত ফর্মে থাকা দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন ইবাদত। এরপর ৫৫তম ওভারে বল করতে এসে ব্ল্যান্ডেনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তরুণ এ পেসার।
ইবাদত ১৭ ওভার বোলিং করে ৪ মেডেনসহ ৩৯ রান দিয়ে শিকার করেছে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তার অনবদ্য স্পেলে এখন পরাজয়ের প্রহর গুনছে স্বাগতিকরা।
চতুর্থ দিনে খেলা শেষে ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। বর্তমানে বাংলাদেশ থেকে ১৭ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। রস টেলর ৩৭ ও রাচীন রবিন্দ্র ৬ রানে অপরাজিত আছেন।
পঞ্চম দিনের শুরুতে টেলএন্ডারদের দ্রুত অলআউট করে দিয়ে বাকি রানগুলো নিতে পারলেই বিদেশের মাটিতে ঐতিহাসিক জয় পাবে বাংলাদেশ। ইতিহাসের সেই প্রান্তের দিকে দাঁড়িয়ে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।