খেলাধুলা ডেস্ক : ইনজুরির কারণে আসরের মাঝপথেই বিপিএল ছেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবীয় অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি কর্নওয়ালের বিপিএল ছাড়ার কথা নিশ্চিত করেছে।
এবারের বিপিএলে অন্যতম মূল আকর্ষণ ছিলেন সিলেটের ক্যারিবীয় তারকা রাকিম কর্নওয়ালের দিকে। বিপিএলে সময়মত যোগ দিলেও বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি।
অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি কর্নওয়াল। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান, বোলিংয়ে শিকার করেন ১ উইকেট। ঢাকার বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। খুলনার বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর জায়গা হারান একাদশ থেকে।
https://inews.zoombangla.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4/
সিলেটের ফেসবুক পেইজে কর্নওয়াল এক ভিডিওতে বাংলাদেশকে বিদায় জানান। সেই ভিডিওতে লেখা ছিল, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।