Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ইন্ডিয়া নাম বদলাতে ভারত হলে যা করতে হবে মোদি সরকারকে
    আন্তর্জাতিক

    ইন্ডিয়া নাম বদলাতে ভারত হলে যা করতে হবে মোদি সরকারকে

    rskaligonjnewsSeptember 7, 20233 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সংবিধানে ইন্ডিয়া ও ভারত দুটি শব্দেরই উল্লেখ করা হয়েছে। সংবিধানের ১ নম্বর ধারায় বলা হয়েছে, ‘ইন্ডিয়া অর্থাৎ ভারত, রাজ্যের সমষ্টি।’ এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ও আসামের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মারা দেশের নামের ক্ষেত্রে ইন্ডিয়া শব্দটি পুরোপুরি বাদ দিয়ে ভারত রাখার সপক্ষে জোরালো সমর্থন দিয়েছেন।

    ভারত

    উল্লেখ্য, দেশের নাম বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    মঙ্গলবার কলকাতার ধন ধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। জি২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া রাষ্ট্রনেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘দ্য প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ না লিখে ‘দ্য প্রেসিডেন্ট অব ভারত’ লেখাকে নিয়েই বিতর্কের সূত্রপাত। এখন প্রশ্ন উঠেছে, এবার কী তাহলে সত্যি দেশের নাম বদল করতে যাচ্ছেন নরেন্দ্র মোদির সরকার?

    এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তবে মোদিকে একাধিক সংশোধন করতে হবে। সংবিধান বিশেষজ্ঞরাও বলছেন, দেশের নাম পুরোপুরি ভারত করতে হলে একাধিক সংশোধন করতে হবে।

    এই ইস্যুতে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন লোকসভার প্রাক্তন সচিব পিডিটি আচার্য। তিনি বলেন, ‘এটা করতে গেলে প্রথম সংবিধানের এক নম্বর অনুচ্ছেদ বদলাতে হবে। যার ফলশ্রুতিতে অন্য়ান্য সমস্ত জায়গায় দেশের নাম স্বাভাবিক নিয়মেই বদলে যাবে।’

    তিনি আরো বলেন, ‘সরকারি নথিতে দেশের নাম একটাই রাখা ভালো।

    যেহেতু সংবিধানতে ইন্ডিয়া ও ভারত দুটি শব্দই রয়েছে। সেহেতু আইনগতভাবে যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। এতে কোনো সমস্যা নেই। কিন্তু ঘন ঘন একটার বদলে অপর নাম ব্যবহার না করাই ভালো। এতে আন্তর্জাতিক মহলেও বিভ্রান্তি তৈরি হবে।

    ’তবে দেশের নাম বদল সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাস করার প্রক্রিয়াটি বেশ জটিল। বিলটিকে লোকসভা ও রাজ্যসভা সংসদের উভয় কক্ষেই দুই তৃতীংশ সংখ্যা গরিষ্ঠতায় পাস হতে হবে। এরপরেই রাজ্যগুলো বিলটিকে অনুমোদন দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশবর্ত বিজেপির জন্য বিলটি পাস করানো রীতিমতো কঠিন মনে করছেন। কারণ বেশ কয়েকটি রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই।

    এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে, জি২০ সম্মেলনের লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্ব কী আছে?’ মমতা বলেন, ‘ইংরিজিতে বলি ইন্ডিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে ভারত কা সংবিধান। ভারত তো আমরাও বলি, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। এতে নতুন করে কিছু বলার নেই। কিন্তু ইন্ডিয়া নামে সারা বিশ্ব চেনে।’

    এখানেই থেমে না থেকে নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারকে চড়া সুরে আক্রমণ করে মমতা বলেছেন, ‘আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে। কবে রবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলোর নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বড় বড় ঐতিহাসিক সৌধের নাম বদল করে দেওয়া হচ্ছে। ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।’

    প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানাচ্ছেন। সেই উপলক্ষে আমন্ত্রণপত্রও যাচ্ছে নিমন্ত্রিতদের কাছে। যে আমন্ত্রণপত্র ঘিরে তোলপাড় ভারতের জাতীয় রাজনীতির অন্দরমহল। কারণ ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনো চিঠি লিখলে তাতে চিরাচরিতভাবে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ কথাটি। কিন্তু জি২০ নেতাদের আমন্ত্রণ জানানোর চিঠিতে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’।

    সূত্র: এই সময়

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক ইন্ডিয়া’ করতে নাম বদলাতে ভারত মোদি সরকারকে হবে হলে
    Related Posts
    chinese population policy

    চীনে জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ, সন্তান জন্ম দিলেই মিলবে টাকা!

    July 5, 2025
    Soudi

    এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেফতার

    July 5, 2025
    মাইক্রোসফট

    ২৫ বছর পর পাকিস্তানে অফিস বন্ধ করছে মাইক্রোসফট

    July 5, 2025
    সর্বশেষ খবর
    Salman Khan

    নতুন ঘোষণা দিলেন বিধ্বস্ত সালমান খান!

    ২২ ক্যারেট সোনার দাম

    ২২ ক্যারেট সেনার দাম: বাংলাদেশে আজকে স্বর্ণের মূল্য কত?

    আজকের টাকার রেট

    আজকের টাকার রেট: ৬ জুলাই, ২০২৫

    নামাজের সময়সূচি ২০২৫

    নামাজের সময়সূচি: ৬ জুলাই, ২০২৫

    taniya

    জয়দেবপুর থানায় ভুয়া নারী পুলিশ আটক, রিমান্ড আবেদন

    rhng_Z8gEENb

    টঙ্গীতে চাকরির খোঁজে আসা রোহিঙ্গা কিশোর আটক

    chinese population policy

    চীনে জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ, সন্তান জন্ম দিলেই মিলবে টাকা!

    br-mktyddh

    টঙ্গীতে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

    jhdl-islm

    চাঁদাবাজির টাকার ভাগ-বাটোয়ারা দ্বন্ধ, যুবককে কুপিয়ে হত্যা

    Soudi

    এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেফতার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.