ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো এলাকায় একটি ইসলামি আবাসিক স্কুল ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও ৯১ জন শিক্ষার্থী ও কর্মীর আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার বিকেলে ‘আল খোজিনি’ মাদ্রাসার নামাজঘরে শিক্ষার্থীরা অবস্থান করছিল। এসময় ওপরের নির্মাণাধীন তলা ভেঙে নিচে পড়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বিশেষ ক্যামেরায় কয়েকজন জীবিত থাকার সংকেত মিলেছে। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। হাতে হাতে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দুর্বল স্তম্ভের ওপর নতুন তলার নির্মাণকাজ চলছিল। অতিরিক্ত চাপেই ভবনটি ধসে পড়ে। তারা ভবিষ্যতে নির্মাণকাজে কঠোর নিরাপত্তা মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, নয় মাস ধরে ভবনটির ওপরতলার নির্মাণ কাজ চলছিল। এর আগে দেশটিতে অনুরূপ দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।
বর্তমানে নিখোঁজ ৯১ জনকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে দমকল ও উদ্ধার সংস্থাগুলো। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনেরা ধ্বংসস্তূপের পাশে প্রার্থনা করছেন প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়ার আশায়।
এনসিপি কি শাপলার বদলে খাট বা থালা নেবে? ইসির ৫০টি বিকল্প তালিকা প্রকাশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।