জুমবাংলা ডেস্ক : শব্দদূষণ রোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে অনুমতি ছাড়া সাউন্ড বক্স ও মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রয়োজনে প্রক্টরের লিখিত অনুমতি নিয়ে সাউন্ড বক্স ব্যবহার করা যাবে।
রবিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শব্দ দূষণ রোধকল্পে যে কোন ধরনের সাউন্ড অথবা মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।
অতি প্রয়োজনে সাইন্ড অথবা মাইক ব্যবহার করতে হলে প্রক্টরের পূর্ববর্তী লিখিত অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে।
এদিকে শব্দদূষণ রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের আশেপাশে প্রতিনিয়ত বিভিন্ন বিভাগ ও সংগঠনের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো হয়। এছাড়া ক্লাস চলাকালীনও মাইক বাজানো হয়।
এতে ক্লাস থাকা শিক্ষার্থী ও হলের আবাসিক শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েন। শব্দের কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন না বলে জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সময়-অসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইক ব্যবহারে বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা দিতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এছাড়া শব্দ দূষণ তো হচ্ছেই।
এ জন্য অনুমতি ব্যতিত কেউ যেন আর সাউন্ড বক্স বা মাইক ব্যবহার না করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel