জুমবাংলা ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল পরীক্ষার তিন বর্ষের ফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে একটি বর্ষের মান উন্নয়ন পরীক্ষার প্রকাশ করা হয়েছে।
দ্বিতীয় বর্ষের (অনিয়মিত) পরীক্ষা ২০১৭, তৃতীয় বর্ষ পরীক্ষা ২০১৬ ও ২০১৭, চতুর্থ বর্ষ পরীক্ষা ২০১৬ এবং চতুর্থ বর্ষের মান উন্নয়ন পরীক্ষা ২০১৫ এর ফল প্রকাশ হয়েছে।
প্রকাশিত ফলে পাশের হার ফলিল দ্বিতীয় বর্ষ (অনিয়মিত) ৮২.০৫ শতাংশ, তৃতীয় বর্ষে ৯৯.০৭ শতাংশ, তৃতীয় বর্ষে (২০১৭) ৯৯.০৮ শতাংশ, চতুর্থ বর্ষে ৯৮.৫৭ শতাংশ এবং চতুর্থ বর্ষের (মান উন্নয়ন) পাশের হার ৩৮.৩০ শতাংশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের নিকট ফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু।
তিনি বলেন, ‘ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের জন্য ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।