স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ২৪ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে দারুণ করছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন ১ উইকেটে ২৪৫ রান করেছিল বাবর আজমের দল। কাল যেখানে শেষ করেছিল, আজ যেন সেখান থেকেই শুরু করেছে স্বাগতিকরা।
১৩২ রানে অপরাজিত থাকা ইমাম-উল-হক আজ পেরিয়ে যান দেড়শো রানের কোটাও।
তবে নিজের প্রথম সেঞ্চুরিটাকে ডাবলে রূপান্তর করতে পারেননি ইমাম। ৩৫৮ বলে ১৫৭ রান করে অজি দলপতি প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরেন। ইমামের ইনিংসে ছিল ২টি ছক্কা ও ১৬টি চারের মার।
ইমাম ফিরে গেলেও নিজের ১৯তম টেস্ট শতক হাঁকিয়ে ব্যাট করছেন তিনে নামা আজহার আলী। প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৯৪ রান। আজহার ১৫১ ও বাবর আজম ৩৩ রানে ব্যাট করছেন। গতকাল সারাদিনে মাত্র একটি উইকেট হারিয়েছিল পাকিস্তান। ৪৪ রান করা আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফিরিয়েছিলেন ন্যাথান লায়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।