আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। বুধবারের এই হামলায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের এবং আরেকজন যুক্তরাজ্যের সেনা রয়েছে। এছাড়া একজন মার্কিন ঠিকাদারও এই হামলায় নিহত হয়েছেন। হামলার ক্ষয়-ক্ষতি আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা বলেন, তাজি সামরিক ঘাঁটি পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা তদন্তের বাইরে কিছু বলবো না যেটি এখনো চলছে।
ইরকের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত অক্টোবর থেকে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে এই নিয়ে বাইশবার রকেট হামলা চালানো হয়েছে। এদিকে এই হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। একটি টুইটে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মাইলস ক্যাগগিনস বলেন, কমপক্ষে ১৫টি রকেট হামলা চালানো হয়েছে।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনায় এক ইরাকি সেনা এবং একজন মার্কিন ঠিকাদার নিহত হন। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা। এর কয়েক পর বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।তখন ইরান দাবি করে, ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় কমপক্ষে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া ২০০ মার্কিন সেনা আহত হওয়ার কথা জানায় ইরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।