ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪২

mmmআন্তর্জাতিক ডেস্ক : ইরাকে শুক্রবারের সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ এ দাঁড়িয়েছে। এদিকে শনিবারও রাজধানী বাগদাদের তাহরির স্কয়ারে কয়েক’শ আন্দোলনকারী বিক্ষোভ করেছে। বিক্ষোভ দমাতে পুলিশ বাগদাদসহ ইরাকের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরের রাস্তা বন্ধ ও কারফিউ জারি করেছে।ইত্তেফাক

ব্যাপক দুর্নীতি, বেকারত্ব ও নাগরিক সেবা দিতে সরকারের ব্যর্থতার অভিযোগে গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া বিক্ষোভের অংশ হিসেবে শুক্রবার রাজধানী বাগদাদসহ ইরাকের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিক্ষোভ হয়। এর মধ্যে বাগদাদের তাহরির স্কয়ারে সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়। এসময় বিক্ষোভকারীরা সরকারি দপ্তরে ঢুকতে চাইলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন নিহত হয়। তাছাড়া দিওনিয়াহ শহরেও পুলিশের সাথে সংঘর্ষে ১২ জন নিহত হন। সব মিলিয়ে শুক্রবারের ঘটনায় এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন।

শুক্রবারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শনিবার সকালে কয়েক’শ বিক্ষোভকারী রাজধানী বাগদাদের তাহরির স্কয়ারে জড়ো হয়েছেন। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের জমায়েত আটকে দিতে রাজধানীসহ কয়েকটি শহরের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। তাছাড়া শহরগুলোতে কঠোর কারফিউ জারি করেছে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *