Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব দৃঢ় ভাষায় কাতারের বিরুদ্ধে ইরানের আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে, যা আন্তর্জাতিক আইন এবং সুপ্রতিবেশীসুলভ নীতির সুস্পষ্ট লঙ্ঘন।’
এতে বলা হয়েছে, ‘এটি অগ্রহণযোগ্য এবং কোনো অবস্থাতেই এর ন্যায্যতা দেওয়া যাবে না।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘সৌদি আরব কাতারের প্রতি তার সংহতি এবং পূর্ণ সমর্থন নিশ্চিত করেছে এবং দেশটিকে যে কোনো পদক্ষেপে সহায়তা করার জন্য তার সমস্ত সক্ষমতা নিয়োজিত করছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।