Advertisement
স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক। গত পরশু লুক্সেমবার্গের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে জালে বল পাঠান আরো একবার। দুর্দান্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ম্যাচে গোলের সংখ্যা এখন ৯৯।
১০৯ গোল নিয়ে সামনে আছেন শুধু ইরানের কিংবদন্তি, আলী দাইয়ি। পর্তুগালকে ইউরোর টিকিট এনে দেওয়ার পর তার কাছে জানতে চাওয়া হয়েছিল, দাইয়ির রেকর্ড ভাঙা সম্ভব কি না? জবাবে রোনালদো নিজেই নিয়ে ফেলেন গোলের চূড়ায় পৌঁছানোর চ্যালেঞ্জটা।
পর্তুগীজ ফুটবল সম্রাট রোনালদো বলেন, সব রেকর্ডই একসময় ভাঙবে। আর আমিই ভাঙবো সেই (দাইয়ির) রেকর্ডটা।
সুত্র: এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।