Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর রবিবার সকালে ইসরায়েলের তেলআবিব, হাইফাসহ বিভিন্ন শহরের ১০টি লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। খবর টাইমস অব ইসরায়েল, সিএনএন
ইহুদিবাদী ভূখণ্ডটির জরুরি পরিষেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ এই তথ্য জানিয়েছে। ইতোমধ্যে সংস্থাটির কর্মীরা এসব স্থানে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
সংস্থাটি প্রাথমিকভাবে জানিয়েছে, এসব হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তেলআবিবে বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, রবিবার ভোরে ইরানের নাতাঞ্জ, ফরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।