ইরানে বাস দুর্ঘটনায় নিহত ২৮ পাকিস্তানি, আহত ২৩

ইরানের ইয়াজদ শহর

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২৮ পাকিস্তানি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।

ইরানের ইয়াজদ শহর

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, রাজধানী তেহরানের প্রায় ৬৮১ কিলোমিটার দক্ষিণে ইরানের দেহশির-টাফ্ট চেকপয়েন্টের সামনে বাসটি উলটে গেলে তাতে আগুন ধরে যায়।

প্রাথমিক পুলিশ তদন্তের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে মধ্য ইরানের ইয়াজদ প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে এবং ত্রুটিপূর্ণ ব্রেকিং সিস্টেমের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

দেশটির সংকট ব্যবস্থাপনা পরিচালক আলি মালেকজাদেহ বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। আরও ২৩ জন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার কারণ হিসেবে গাড়ির চালকের নিয়ন্ত্রণহীনতা, রাস্তা চিনতে না পারা, উচ্চ গতি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বাসটি রাস্তা থেকে উল্টে যায় বলে জানান তিনি।

সাবেক বিচারপতি মানিকের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

পাকিস্তানের ডন নিউজ বলছে, দুর্ঘটনার সময় প্রায় ৫৩ জন বাসে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যাদের বেশিরভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর শহরগুলো থেকে ইরানে তীর্থযাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন। তাঁরা পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে ইরাকের পবিত্র শহর কারবালায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

দুর্বল ট্রাফিক নিরাপত্তা রেকর্ডের জন্য কুখ্যাত ইরান। দেশটিতে দুর্ঘটনার কারণে বছরে প্রায় ২০ হাজার মানুষ মারা যায়।