আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে যে আলোচনা চলছে, তেহরান তাতে অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা অব্যাহত রাখবে কিন্তু পাঁচ জাতিগোষ্ঠীর বাড়তি দাবি কখনো বিবেচনা করবে না। খবর পার্সটুডে’র।
ইরান সফরে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ভিয়েনায় সম্প্রতি যে আলোচনা হয়েছে তাতে দুই দফা আলোচনা শেষে আমরা একটি খসড়া প্রস্তাব এবং একটি মাত্র এজেন্ডা তুলে ধরেছি, এটি একটি বড় অগ্রগতি। এ সময় তিনি ইউরোপের কয়েকটি দেশের অবস্থানের সমালোচনা করেন। তিনি বলেন, “আগের আলোচনায় কোনো কোনো ইউরোপীয় দেশ বিশেষ করে ফ্রান্সের অবস্থান মোটেই গঠনমূলক ছিল না। আমরা আশা করি ফ্রান্স ভবিষ্যতের আলোচনায় গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।”
আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, ভিয়েনা আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাস্তবে ইউরোপের তিন দেশ কোনো নতুন পদক্ষেপ নেয় নি। ভিয়েনা আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং উপপ্রধান এনরিক মোরা আন্তরিকতার সাথে ভূমিকা পালন করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, “আমরা সদিচ্ছা নিয়ে এবং সততার সঙ্গে একটি ভালো চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাব এবং আশা করব আলোচনার অন্য পক্ষগুলো একইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবে।”
তিনি আরো বলেন, ভিয়েনা আলোচনার পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষ থেকে এমন আশা করা উচিৎ হবে না যে, তারা একটি বিষয় বিবেচনা করবে, বিনিময়ে তেহরান ১০টি বিষয় বিবেচনা করবে।
পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষ থেকে ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি সম্পর্কে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে সে সম্পর্কে আব্দুল্লাহিয়ান বলেন, আপনাদের উদ্বেগ যদি নিরসন করতে হয় তাহলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।