চাঁদপুরের মেঘনা নদী থেকে ধরা দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে সাড়ে আট হাজার টাকায়। মঙ্গলবার (৪ নভেম্বর) চাঁদপুরে পাইকারি মাছ বাজার বড়স্টেশনে ওই রাজা ইলিশটি বিক্রি করা হয়। মাছটি প্রতি কেজি দাম পড়েছে তিন হাজার ৭৭৫ টাকা।

জানা যায়, ইলিশটি মঙ্গলবার সকালে ধরা পড়ে চাঁদপুরের মেঘনায়। তবে রাজা ইলিশটি কোনো জেলে নয়, একজন আড়তদার সংগ্রহ করেছেন। পরে তার দাম উঠতে উন্মুক্ত ডাক দেয়া হয়।
এ তথ্য জানান মাছ ব্যবসায়ী সম্রাট বেপারী। তিনি জানান, কুমিল্লার দাউদকান্দির নবীর হোসেন নামে একজন অনলাইন মাছ ব্যবসায়ী ইলিশটি ক্রয় করেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী নবীর হোসেন জানান, তার সঙ্গে এমন কিছু ক্রেতা যোগাযোগ করেন- যারা দাম নিয়ে ভাবেন না। তাদের চাহিদা বড় আকারের ইলিশ। সেই সব ক্রেতার চাহিদা মেটাতেই এই রাজা ইলিশ সংগ্রহ করেন তিনি।
উত্তেজনাপূর্ণ গল্পে ভরপুর নতুন ওয়েব সিরিজ আসছে ডিজিমুভিপ্লেক্স-এ!
চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে বেশকিছু রাজা ইলিশ বেচাকেনা হচ্ছে। তবে এ সবের দাম বেশ চড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



