আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪০টিরও বেশি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ। আগামী এক ঘণ্টার মধ্যে আভাস পাওয়া যাবে কোন রাজ্যে কে জিততে চলেছেন। তবে এমন কিছু অঙ্গরাজ্য আছে, যেগুলোর ফলাফল আসতে কিছুটা বেশি সময় লাগবে। খবর বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এবং ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস ম্যাসাচুসেটসে জয়ী হয়েছেন।
সব মিলিয়ে ৯১টি ইলেকটোরাল কলেজ ভোট আপাতত কমলার খাতায় উঠেছে। অন্যদিকে ট্রাম্পের খাতায় উঠেছে ২০৭টি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ রাত ১০টায় আরো তিনটি অঙ্গরাজ্যে ভোট শেষ হবে, যার মধ্যে শেষ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হলো নেভাদা। এই অঙ্গরাজ্যে মূলত মেইলে ভোট দেওয়া হয় এবং সেখানকার ভোট গণনা শনিবার পর্যন্ত চলবে।
নেভাদার ভোটের ফল আসতে কয়েক দিন লাগতে পারে।
যুক্তরাষ্ট্রের যে ছয়টি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেগুলোর তিনটি হলো জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়া। এই তিনটি অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মিশিগানে কমলার পাল্লা ভারী।
যদিও সেখানে এখন পর্যন্ত ১৯ শতাংশ ভোট গণনা হয়েছে। এ ছাড়া অ্যারিজোনা এবং উইসকনসিনেও এগিয়ে আছেন কমলা। এবারের নির্বাচনে এই অঙ্গরাজ্যগুলোতে সম্ভাব্য বিজয়ী কে হচ্ছেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কমলার সমর্থক স্ত্রী, ট্রাম্পের স্বামী ! শান্তির জন্য যা করেন দম্পতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।