
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তার জন্য প্রধান দুই পৃষ্ঠপোষক আমেরিকা ও ইউরোপকে জবাবদিহি করতে হবে। খবর পার্সটুডে’র।
ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব আলি বাকেরি কানি গতকাল শুক্রবার আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে একথা বলেন।
তিনি বলেন, কুদস এখন নিপীড়ন ও জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকে পরিণত হয়েছে। পাশাপাশি কুদস এখন সারা বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি সমর্থনের মূর্ত প্রতীক।
আলী বাকেরি বলেন, কুদস দিবসের একটি কৌশলগত অর্জন আছে যা পশ্চিমা, হিব্রু ও আরবি ভাষার ত্রিমাত্রিক ষড়যন্ত্র নস্যাৎ করেছে, ইহুদিবাদী ইসরাইলের শক্তিকে খর্ব করেছে।
আরব-ইসরাইল সম্পর্ক প্রসঙ্গে আলী বাকরি বলেন, যেসব আরব দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি সুস্পষ্ট করে বলেন, একমাত্র প্রতিরোধের মাধ্যমে ইসরাইলের ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।