আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম গ্রহণ করেছেন ফ্যাবিয়ান ডরিস নামে ২০ বছর বয়সী এক জার্মান তরুণী। এ সময় কালিমায়ে শাহাদত পাঠ করার পর তিনি আবেগে কেঁদে ফেলেন।
বুধবার আলজাজিরা জানায়, তুরস্কের দক্ষিণ-পূর্বঞ্চলীয় প্রদেশ গাজিয়ান্তেপে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন ফ্যাবিয়ান।
এ সময় সেখানে প্রাদেশিক মুফতি শায়খ হুসাইন হাজারলার উপস্থিত ছিলেন। তিনিই তরুণীকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলামে দীক্ষিত করেন।
ফ্যাবিয়ান ডরিস এখন আর তার এই পুরনো নামে পরিচিত হবেন না; তিনি তার নতুন নাম নির্ধারণ করেছেন ‘সিরাহ’। বেশ জানাশোনা ও গবেষণার পর ‘সিরাহ’ ইসলাম সম্পর্কে আগ্রহী হন এবং অবশেষে শ্বাশত এ ধর্মে প্রবেশ করলেন তিনি।
“بالدموع وقرآن هدية”.. الشابة الألمانية فابيان دوريس بيترجر (20 عامًا) تعتنق الإسلام في ولاية غازي عنتاب التركية
• تعمل الشابة الألمانية أمين صندوق في شتوتغارت بألمانيا، وجاءت إلى غازي عنتاب في زيارة، وبعد أن أجرت أبحاثًا عن الإسلام تقدمت بطلب إلى مفتي الولاية لاعتناقه pic.twitter.com/m6tylPmPJ6
— الجزيرة مباشر (@ajmubasher) July 20, 2022
সিরাহ জার্মানির স্টুটগার্ট শহরে কোষাদক্ষ পদে একটি চাকরি করেন। তুরস্কে এসেছেন দর্শনার্থী হিসেবে। ইসলামের প্রতি নিজের আগ্রহের কথা জানান গাজিয়ান্তেপের মুফতির কাছে। পরে তার কাছেই ইসলাম গ্রহণ করলেন তিনি।
সূত্র : আলজাজিরা
মাসে এক পিৎজা, ১৫ দিন অন্তর শপিংসহ আরও যত শর্তে বিয়ে করলেন তরুণী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।